আজকাল ওয়েবডেস্ক: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে কালি খরচ হচ্ছে প্রচুর। এই প্রেক্ষিতে পাকিস্তান ও আমিরশাহি ম্যাচ হয়ে গেল বুধবার। আমিরশাহিকে হারানোয় পাকিস্তান সুপার ফোরে গেল। রবিবার ফের ভারত ও পাক লড়াই। এর মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আমিরশাহি দলে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের মধ্যে ঝামেলা হয়েছে।

দুই প্রতিবেশি দেশের  রাজনৈতিক সম্পর্ক ভাল নয়। তার জেরেই দল দ্বিখণ্ডিত। যদিও এহেন দাবিকে নস্যাৎ করে দিয়েছেন আমিরশাহি অধিনায় মহম্মদ ওয়াসিম। খেলার শেষে ওয়াসিম বলেন, ''না, আমরা ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে কোনও মন্তব্য করছি না। আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলি। আমরা একটি পরিবারের মতো। এখানে কোনও ভারতীয় নেই, কোনও পাকিস্তানি নেই। আমরা সংযুক্ত আরব আমিরশাহি দলের হয়ে খেলি। আমরা একটি পরিবার হিসেবে খেলি এবং একটি পরিবারের মতোই থাকি।''

আরও পড়ুন:  দুবাইয়ে উঁচু ক্যাচ ধরতে হার্দিকদের আর সমস্যা হচ্ছে না, এই সমস্যার সমাধান হল কীভাবে জেনে নিন

এদিকে, দিনভর নাটকের পর আমিরশাহি-পাকিস্তান ম্যাচের বল গড়ায় দুবাইয়ে।  সংযুক্ত আরব আমিরশাহিকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল পাকিস্তান। রবিবার ফের ভারত-পাক মুখোমুখি। 

জিতলেও পাক অধিনায়ক জানিয়ে দেন, তাঁদের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয়বার নামার আগে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। সলমন বলেন, 'আমরা জিতেছি। তবে মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এটাই চিন্তার বিষয়। আমরা এখন কোনওক্রমে ১৫০ করছি। মাঝের ওভারগুলোতে ভাল ব্যাট করতে পারলে, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা ১৭০ রান পর্যন্ত পৌঁছতে পারব। শাহিন অনেক উন্নতি করেছে। বল হাতে বরাবরই ভাল।' দুর্বলতা জয় করে, আবার ভারতের মুখোমুখি হওয়ার জন্য তৈরি পাক অধিনায়ক। সলমন বলেন, 'আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। গত চার মাসে আমরা যেভাবে খেলছি, আমরা যেকোনও দলের বিরুদ্ধে সাফল্য পেতে পারি।' রবিবার এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাকিস্তান। 

হ্যান্ডশেক বিতর্ক কাটার আগেই আবার সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার তাঁদের বিরুদ্ধে কিটস দুর্নীতির অভিযোগ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আতিক উজ জামান সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের তুলোধোনা করেন। চলতি এশিয়া কাপে যেসব কিটস ব্যবহার করা হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে যে জার্সি ব্যবহার করা হয়েছিল, তার মান নিয়ে প্রশ্ন তোলে আতিক। পিসিবির বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলেন। বাকি দলগুলোর ড্রাই ফিট কিটস রয়েছে। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সি ঘামে ভিজে গিয়েছিল। দাবি করেন, কিটস উৎপাদনের টেন্ডার কোনও পেশাদার সংস্থাকে না দিয়ে নিজেদের বন্ধুদের দিয়েছে পিসিবির কর্তারা। 

আরও পড়ুন: এএফসি-২ খেলতে যাওয়ার আগে সমস্যায় মোহনবাগানের চার বিদেশি, গতবছরের ছবি এবারও ...