আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআই-এর দ্বিচারিতার তীব্র সমালোচনা করেছেন দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। নোটবুক সেলিব্রেশন করায় বোর্ডের শাস্তির খাঁড়ার ঘা নেমে এসেছে দিগ্বেশ রাঠির উপরে। 

এখানেই যত আপত্তি নজফগড়ের নবাবের। ধোনি-কোহলি অন্যায় করেও যদি শাস্তি না পান, তাহলে নব্য এই ক্রিকেটারকে কেন কঠিন শাস্তি দেওয়া হল? প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন ওপেনার। 

অভিষেক শর্মার সঙ্গে মাঠের ভিতরেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন রাঠি। তার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসে দিগ্বেশের উপরে। 

বোর্ডের এহেন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নজফগড়ের নবাব। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাগ বলেন, ''এই নির্বাসন কঠোর হয়ে গিয়েছে। ছেলেটা আইপিএলে তার প্রথম বছরেই খেলছে। এমএস ধোনি মাঠে ঢুকে পড়েছিল, তখন তাকে নিষিদ্ধ করা হয়নি। বিরাট কোহলি আম্পায়ারদের সঙ্গে যে সুরে কথা বলেছে, কে জানে কতবার, তবুও তাকে নিষিদ্ধ করা হয়নি। তাই, দিগ্বেশ রাঠিকে ছেড়ে দেওয়াই যেত। কারণ রাঠি তরুণ খেলোয়াড়। সদ্যই নেমেছে। ওকে ছেড়ে দেওয়াই যেত।''