আজকাল ওয়েবডেস্ক: তারুণ্যে ভরা ভারতীয় দল এবং অভিজ্ঞ ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টের শেষ দিনের খেলা উত্তেজনায় ভরপুর। এখনও পর্যন্ত যে কোনও ফলাফলই দেখা যেতে পারে। হেডিংলিতে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্টের শেষ দিনে একদিকে যেমন জমে উঠেছে উত্তেজনা তেমনই এই রোমাঞ্চকর ম্যাচে বৃষ্টি হয়ে উঠতে পারে বড় বাধা। ইংল্যান্ডকে ম্যাচ জিততে শেষ দিনে করতে হবে ৩৫০ রান, হাতে রয়েছে ১০টি উইকেট। ২০১৯ সালের অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রান তাড়া করে জয় পাওয়া ইংল্যান্ড দলের আত্মবিশ্বাস এই ম্যাচেও কাজ করতে পারে।
অন্যদিকে, ভারত চাইবে জসপ্রীত বুমরাকে লেলিয়ে দিয়ে দ্রুত উইকেট তুলে জয় নিশ্চিত করতে। প্রথম টেস্ট জিতলে বাকি সিরিজ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবে টিম ইন্ডিয়া। ভারতের অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে দল প্রথম ইনিংসে বেশ কিছু সুযোগ হাতছাড়া করলেও, শেষ দিনে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত বলে মনে করছে ক্রিকেট মহল। ম্যাচের পরিস্থিতি বর্তমানে হাড্ডাহাড্ডি হলেও আবহাওয়া পঞ্চম দিনে বড় ভূমিকা নিতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার হেডিংলিতে সারাদিন ৮৪ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি নামার সম্ভাবনা। যার ফলে খেলার শুরুতেই প্রভাব পড়তে পারে। এছাড়াও, সারাদিন থাকবে ঠান্ডা ও দমকা হাওয়া, যার গতি হতে পারে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঠান্ডা এবং ওভারকাস্ট কন্ডিশন ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সূর্য-মেঘের লুকোচুরি এবং পরিবেশ পেসারদের সহায়তা করলেও ব্যাটারদের মানিয়ে নিতে কষ্ট হবে। উভয় দলই ম্যাচে ফলাফল বের করতে চায়, কিন্তু আবহাওয়ার কারণে সেই চেষ্টা বিফলে যেতে পারে বলেই আশঙ্কা। ইংল্যান্ড হেডিংলিতে ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইবে, তবে বৃষ্টির কারণে যদি ওভার কমে যায়, তাহলে ম্যাচ ড্র-এর সম্ভাবনা রয়েছে।
