আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টি আর বৃষ্টি। মুম্বইয়ের পিছু ছাড়ছে না বৃষ্টি। মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত–অস্ট্রেলিয়া মুখোমুখি বৃহস্পতিবার। খেলা নবি মুম্বইয়ে। আর সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। এর আগে ভারত–নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টি হয়েছিল মুম্বইয়ে। তবে খেলা পুরো ভেস্তে যায়নি। তবে বৃহস্পতিবার কিন্তু খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
 প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওভার কমিয়ে ম্যাচ শেষ করা হয়। আর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা কিছুক্ষণ খেলার পরে ভেস্তে যায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ–সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবি মুম্বইয়ে। বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের দিনও বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশেরও বেশি। 
আরও পড়ুন: সূর্যদের হুঁশিয়ারি, ভারত সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন মার্শ
 
 এদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস দেখেই প্রশ্ন উঠছে, তাহলে কি বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনাল? আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত দিনেই ম্যাচ শেষ করার সমস্ত রকম চেষ্টা হবে। প্রয়োজন হলে ওভার কমিয়ে ফলাফল পাওয়ার চেষ্টা হবে। তবে নির্ধারিত দিনে যদি একটা বলও খেলা না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে’তে। শুক্রবার নির্ধারিত আছে সেমিফাইনালের রিজার্ভ ডে হিসাবে। কিন্তু বৃহস্পতিবার যদি কিছুটা খেলা হয়ে যাওয়ার পরে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায় তাহলে ওই সময়ের পর থেকে খেলা শুরু হবে রিজার্ভ ডে’তে।
 
 তবে যেদিনই খেলা হোক না কেন, ন্যূনতম ২০ ওভার খেলার সুযোগ দিতে হবে দুই দলকে। রিজার্ভ ডে’তে প্রয়োজন হলে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে খেলা শুরু করা যেতে পারে। কিন্তু রিজার্ভ ডেও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, সেটা ভারতীয় সমর্থকদের জন্য খুবই দুঃখের। খেলা না হলে পয়েন্ট টেবিলের বিচারে বিশ্বকাপ ফাইনালিস্ট নির্ধারিত হবে। যেহেতু পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে অস্ট্রেলিয়া এগিয়ে ছিল, তাই ফাইনালে উঠে যাবে অজিরাই। ভারতকে না হেরেও ছিটকে যেতে হবে।
