আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা যুব ক্রিকেটার তিনি। টি২০ দলের নিয়মিত সদস্য রিঙ্কু সিং। সব ঠিক থাকলে রিঙ্কু সাতপাকে বাঁধা পড়তে পারেন সমাজবাদী পার্টির মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। কয়েকদিন আগেই দু'জনের বাগদানের খবর ছড়িয়ে পড়েছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে সেই দাবি করেছিল। যদিও প্রিয়ার বাবা তথা উত্তরপ্রদেশের বিধায়ক তুফানি সরোজ।
কে এই প্রিয়া সরোজ? ১৯৯৮ সালের ২৩ নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে জন্ম প্রিয়ার। পেশায় আইনজীবী প্রিয়ার পরিবার বারাণসীর কারখিয়াওঁ গ্রামের বাসিন্দা। তাঁর পড়াশোনা দিল্লিতে। নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন প্রিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আইন নিয়ে পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। ২০২২ সালে বাবার হয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নজরে আসেন। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভোলানাথ সরোজকে হারাতে কেরাকাটের বিধায়ক তুফানির কন্যা প্রিয়াকে টিকিট দিয়েছিল সমাজবাদী পার্টি। ৩৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন। মাত্র ২৫ বছর বয়সে দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সাংসদ হিসাবে সংসদে প্রবেশ করেন প্রিয়া। তাঁর বাবা তুফানিও তিনবারের সাংসদ ছিলেন। এক সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছিলেন, রাজনীতিতে আসার কোনও ইচ্ছে তাঁর ছিল। বিচারক হতে চেয়েছিলেন। এসপি যখন প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করে তখনও বিচারক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
তুফানি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রিঙ্কুর পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। কোনও বাগদান সম্পন্ন হয়নি। তারিখও এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। তিনি জানিয়েছে, রিঙ্কুর সঙ্গে প্রিয়ার আলাপ এক বন্ধুর সূত্রে। ওই বন্ধুর বাবাও একজন ক্রিকেটার ছিলেন। তিনি আরও জানিয়েছেন, সংসদ অধিবেশনের পরে বাগদান এবং বিয়ের তারিখ নির্ধারণ করা হবে। লখনউতে বাগদান পর্ব সারা হবে। তুফানি জানিয়েছেন, ২২ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রিঙ্কু। এরপর আইপিএলেও খেলবেন। বিয়ের অনুষ্ঠান যেন তাঁর খেলায় প্রভাব না ফেলে সেই জন্যই এই সিদ্ধান্ত।
