আজকাল ওয়েবডেস্ক: অস্কার ব্রুজোঁর সঙ্গে মনোমালিন্যের জেরে ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচের দায়িত্ব ছেড়ে কলকাতা ফিরে এসেছেন সন্দীপ নন্দী।
ইস্টবেঙ্গলে গোলকিপিং কোচের চেয়ার ফাঁকা পড়ে রয়েছে। এদিকে সামনেই সুপার কাপ। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন: কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন কে? প্রকাশ্যে এল তারকার নাম ...
সন্দীপের ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কে? এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ম্যানেজমেন্ট। তবে একজন গোলকিপার কোচ দরকার ইস্টবেঙ্গলের। সূত্রের খবর, নতুন গোলকিপার কোচ আনতে কিছুটা সময় লাগবে লাল-হলুদের। দিনক্ষণ এখনও জানা যায়নি। আবার কাকে আনা হবে, সেই ব্যাপারেও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে সন্দীপের ছেড়ে যাওয়া চেয়ার ভরাট করবে ইমামি ম্যানেজমেন্ট।
এদিকে সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়ে চলে আসার পরে ময়দান উত্তপ্ত। বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছেন। এর মধ্যেই ইমামির কর্তা আদিত্য আগরওয়াল তোপ দেগেছেন সন্দীপকে। তিনি বলেছেন, ''''সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে, তবে ও আগে বলেনি কেন?'' সন্দীপ-অধ্যায় ইস্টবেঙ্গল দলের উপরে প্রভাব ফেলবে না বলে মনে করেন আদিত্য। তিনি বলেছেন, ''আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী, সন্দীপের এই বিতর্কিত ঘটনার প্রভাব দলের উপর পড়বে বলে মনে হয় না আমার।''
ইস্টবেঙ্গলের কথা স্মরণ করে বহুযুদ্ধের সৈনিক সন্দীপ আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। কিন্তু বৃহত্তর এক সংগ্রামের জন্য তিনি মানসিক প্রস্তুতি নিচ্ছেন। আইএফএ, এফপিএ, ক্রীড়ামন্ত্রী, ইমামির কাছে চিঠি দিয়ে তিনি সব জানাবেন বলে স্থির করেছেন।
প্রাক্তন গোলকিপার বলছেন, ''সামনেই সুপার কাপ। ক্লাবের জন্য আমার শুভেচ্ছা রয়েছে। সফল হয়ে ফিরুক দল এই প্রার্থনাই করি। আমি ক্লাবের স্বার্থে এখন আর পুরনো অধ্যায় নিয়ে কথা বলতে চাই না। সুপার কাপ হয়ে যাওয়ার পরে যা বলার বলব।''
সন্দীপ ইস্টবেঙ্গল ছেড়ে চলে আসায় গোলকিপারদের দেখভাল করতে হবে অস্কার ব্রুজোঁকেই। সন্দীপের ছেড়ে যাওয়া চেয়ারে কে এসে বসেন, কবে বসেন, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: ঐতিহাসিক জয়ে মেয়েদের ফুটবল দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ফেডারেশনের
