আজকাল ওয়েবডেস্ক: একটুর জন্য শতরান হাতছাড়া করেছেন। কিন্তু রেকর্ডবুকে নিজের নাম তোলেন যশস্বী জয়েসওয়াল। এজবাস্টন টেস্টের প্রথম দিনের শেষে অনন্য নজির গড়লেন বাঁ হাতি ওপেনার। ১০৭ বলে ৮৭ রান শুধুমাত্র ভারতীয় ব্যাটিংয়ের ভীত গড়ে দেয়নি, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টানা সাতটি টেস্টে ৫০ এর বেশি রান করার রেকর্ড গড়েন। এর ফলে এলিট গ্রুপে প্রবেশ করলেন যশস্বী। রাহুল দ্রাবিড়েরও একই নজির রয়েছে। ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে এই রেকর্ড করেছিলেন। কেরিয়ারের শেষদিকে এই নজির গড়েন। কিন্তু ক্রিকেট জীবনের শুরুতেই এই অনন্য নজির গড়লেন যশস্বী। 

এখানেই থামেননি। আরও একটি রেকর্ড গড়েন। টেস্টের ইতিহাসে ষষ্ঠ ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম সাতটি টেস্টে ৯০০ রানের বেশি করে কিংবদন্তিদের ক্লাবে প্রবেশ করেন। এই তালিকায় রয়েছেন ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, জর্জ হেডলি, ব্রায়ান লারা এবং মার্ক টেলর। মাত্র ১৩ রানের জন্য শতরান হাতছাড়া করেন। নয়তো ইংল্যান্ডের মাটিতে পরপর দুই টেস্টে সেঞ্চুরি হয়ে যেত তাঁর। শুভমন গিলের সঙ্গে ৬৬ রান যোগ করে ভারতের প্রাথমিক সেটব্যাক সামাল দেন।