আজকাল ওয়েবডেস্ক: ট্যাব দুর্নীতির তদন্তে গিয়ে স্কুল থেকে উদ্ধার হল মদের বোতল! সোমবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাইস্কুলে। প্রধান শিক্ষকের ঘরের পাশে বারান্দার একটি আলমারির নিচ থেকে উদ্ধার হয় এই বোতলটি। স্কুলে মদের বোতল উদ্ধারের বিষয়টি স্কুলের তরফে 'চক্রান্ত' বলে দাবি করা হয়েছে। 

জানা গিয়েছে, এই স্কুলের ৩৪ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য একটি অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। জেলা শাসকের নির্দেশে শুরু হয় তদন্ত। সেই তদন্তে এদিন স্কুলে যান মহকুমা শাসক সৌভিক মুখার্জি, স্কুল পরিদর্শক শর্মিলা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে ছিলেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার ও জেলা শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। 

আধিকারিকরা যখন স্কুলে উপস্থিত তখন আচমকাই চোখে পড়ে আলমারির নিচে মদের ওই খালি বোতলটি। অস্বস্তিতে পড়ে যান প্রধান শিক্ষক-সহ স্কুলের অন্যান্য আধিকারিকরা। স্কুলের এক শিক্ষক শাহীন আখতার দাবি করেন, এটি একটি চক্রান্ত।  প্রধান শিক্ষক রাজা চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি। এদিন স্কুল থেকে বেরনোর সময় মহকুমা শাসক জানিয়েছেন, মদের বোতল উদ্ধারের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়। ঘটনায় কোনও মন্তব্য করেননি স্কুল পরিদর্শক। প্রসঙ্গত, ট্যাব দুর্নীতির তদন্ত নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেমন একটি অভিযোগ দায়ের হয়েছে তেমনি নিজে প্রধান শিক্ষকও একটি অভিযোগ দায়ের করেছেন।