আজকাল ওয়েবডেস্ক: হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা। তমলুকের ভান্ডারবেড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, শনিবার রাতে ঘটাল থেকে একটি গাড়িতে দিঘা যাচ্ছিলেন দু'জন। রাতের অন্ধকারেই ঘটে বিপত্তি। তিন সাইকেল আরোহীর সঙ্গে ধাক্কা হয় দিঘাগামী ওই গাড়ির। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছেও এবং তারপরেই গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানা না গেলেও, স্থানীয়রা জানিয়েছেন, দিঘাগামী গাড়িটির গতি ছিল তীব্র।
ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চারজনের। শেষ পাওয়া খবর অনুযায়ী তেমনটাই জানা গিয়েছে। যদিও গাড়ি কিংবা সাইকেল আরোহী, এখনও পর্যন্ত তাঁদের বিস্তারিত বিবরণ পাওয়া না গেলেও, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সাইকেল আরোহী এবং গাড়িতে থাকা একজনের। এক সাইকেল আরোহী এবং গাড়ির যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অপর আইকেল আরোহীর তমলুক মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
উল্লেখ্য, ডানার দুর্যোগের আশঙ্কায় এই সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার সেখানে পর্যটনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুর্যোগ কাটার পর, শনিবার থেকেই ছন্দে ফিরেছে দিঘা। ফের শুরু হয়েছে পর্যটকদের ভিড়।
