মিল্টন সেন, হুগলি: ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হওয়া প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিকে উপেক্ষা করেই এক সুন্দর নাট্যসন্ধ্যার সাক্ষী থাকল উত্তরপাড়া গণভবণ। নৃত্যকাঞ্চন ও সমস্বরের যৌথ প্রযোজনায় নৃত্যনাট্য ও শ্রুতিনাটকের  উপস্থাপনা মোহিত করে রাখল দর্শককে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’র পূর্নাঙ্গ নৃত্যনাট্য পরিবেশন করেছে শ্রীরামপুর নৃত্যকাঞ্চন। উদয়শঙ্করের সুযোগ্য শিষ্য শান্তি বসুর ছাত্রী হিসেবে সুপরিচিত প্রতিভা দাসের নৃত্য পরিচালনায় ‘মায়ার খেলা’র উপস্থাপনা দেখতে দর্শকদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ। 

প্রত্যেক শিল্পীই তাঁদের নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন প্রতিটি মুহূর্ত। নৃত্যনাট্যটির নৃত্য পরিচালনায় ছিলেন প্রতিভা দাস, সঙ্গীত পরিচালনায় অলক রায়চৌধুরি এবং আবহসঙ্গীত পরিচালনায় দেবাশিস ব্যানার্জি। অন্যদিকে ২০০৭ সাল থেকে পথচলা শুরু করা ‘সমস্বর’নাট্য সংস্থার এদিনের প্রযোজনাও ছিল অসাধারণ। দীর্ঘ ১ ঘণ্টা ৪০মিনিটের শ্রুতিনাটক সফোক্লেস রচিত ‘আন্তিগোনে’র পরিবেশনা এক অন্যমাত্রা এনে দেয়।নাটকটির পরিচালনায় ছিলেন পার্থপ্রতিম রায়। সব মিলিয়ে দীর্ঘদিন পর এক সুন্দর শিল্প সন্ধ্যার স্বাদ পেলেন হুগলি জেলার সংস্কৃতিপ্রেমী দর্শক।