আজকাল ওয়েবডেস্ক: কখনও মেঘ, কখনও রোদ্দুর। শনিবার মরশুমের দ্বিতীয়বার ভারী বৃষ্টিতে নাজেহাল দশা হয়েছিল কলকাতায়। জলমগ্ন প্রায় গোটা শহর। যান চলাচল ব্যাহত হয়েছে রাস্তায় রাস্তায়। রবিবাসরীয় সকালে ফের রোদের দেখা পাওয়া গিয়েছে। রোদ-বৃষ্টির খেলা চলছে অন্যান্য জেলাগুলিতেও। আগামী সপ্তাহে আবারও আবহাওয়ার রূপবদল হবে। ঘনাবে দুর্যোগের কালো মেঘ। একটানা প্রবল বৃষ্টির দাপটে ফের চরম ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে শহরে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদের জেরে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট।
আজ, ছুটির দিনেও বৃষ্টির থেকে রেহাই পাওয়া যাবে না। দক্ষিণবঙ্গে এদিনেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। কয়েক পশলা বৃষ্টি হলেও, তাতে ভোগান্তির সম্ভাবনা নেই। বুধবার থেকে আবারও ভোগান্তি বাড়বে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: 'এত সাহস, আমায় ছোবল মারলি?', রাগের মাথায় জ্যান্ত সাপ চিবিয়ে খেলেন কৃষক, তারপরেই...
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের, সিকর হয়ে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয়। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। যার জেরেই একটানা বৃষ্টির সম্ভাবনা বাংলায়।
আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী সপ্তাহে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী এক সপ্তাহ একটানা বৃষ্টির দাপট কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। আজ, ছুটির দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবারেও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েক সপ্তাহে পর পর নিম্নচাপের বৃষ্টিতে চাপ বেড়েছিল ডিভিসির উপর। জলমগ্ন ছিল পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি আরামবাগ, গোঘাটের বড় এলাকা। এখনও জলের তলায় ঘাটালের বড় অংশ। এ বার ফের নিম্নচাপ হলে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা থেকেই যাচ্ছে একাধিক জেলায়।
