আজকাল ওয়েবডেস্ক: ভোর থেকে কালো মেঘে ঢেকে দক্ষিণবঙ্গের আকাশ। হালকা বৃষ্টিও শুরু জেলায় জেলায়। আর কিছুক্ষণের মধ্যেই ভোল বদলাবে আবহাওয়া। ঝেঁপে নামবে বৃষ্টি। শুরু হবে প্রবল ঝড়ের তাণ্ডব। আজ সন্ধের পর মূলত তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মাঝরাতেই স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি রয়েছে লাল সতর্কতা। স্থলভাগে 'ডানা' প্রবেশ করার পর কলকাতায় প্রতি ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড় বইবে। 'ডানা'র সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১২০কিমি/ঘণ্টা।
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে। ন'টি জেলা ছাড়া কোথাও ভারী বৃষ্টি হবে না।
আগামিকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। জারি থাকবে লাল সতর্কতা। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতি বেড়ে ১২০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, সুন্দরবন এলাকায় আজ রাত থেকে ঝড়ের গতি হতে পারে ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
