আজকাল ওয়েবডেস্ক: রয়েছে সাইক্লোনের সতর্কবার্তা। তবে প্রভাব হয়ত বাংলার উপর পড়বে না। তবে থাকছে বৃষ্টির সম্ভাবনা।
বেশ কিছু জায়গায় সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের ৪ জেলায়। সেই তালিকায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। এই ৪ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
তবে এই সব জেলায় যে খুব বৃষ্টিপাত হবে, এমনটা নয়। বরং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাইরে বেরলে সঙ্গে ছাতা রাখা মাস্ট। নইলে যখন তখন ভিজতে হতে পারে।
উত্তরবঙ্গে অবশ্য ভাইফোঁটা অবধি দুর্যোগের আশঙ্কা নেই। কিছুদিন আগে অবধিও তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত ছিল পাহাড়। সেই পরিস্থিতি এখন কেটেছে। পর্যটকরা ফের পাহাড় যেতে শুরু করেছেন।
এদিকে, কালীপুজোর আগে থেকেই বাতাসের মান ছিল খুবই খারাপ। আর সেটা চরম আকার ধারণ করে কালীপুজোর রাতে। সোবার রাতে কলকাতা শহর সহ পার্শ্ববর্তী অঞ্চলের এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ুর মান ছিল খুবই খারাপ। কিছু কিছু জায়গায় ২০০–এর উপর ছিল বাতাসের গুণগত মান।
এসবের মধ্যে ২৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে শুক্রবার পৌঁছে যাবে তামিলনাড়ুর উপকূলে। তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটা যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে এর নাম হবে মান্থা। আর এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর পুদুচেরিতে। আবার ওড়িশা উপকূলেও হতে পারে এর ল্যান্ডফল। যার ফলে আবার বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
