আজকাল ওয়েবডেস্ক: ভাইয়ের মতো বিপদে রক্ষা করে ম্যানগ্রোভ। সারাবছর সমস্ত প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করে স্থানীয়দের। তাই ভাইফোঁটার দিন ম্যানগ্রোভ গাছকে ভাইফোঁটা দিলেন গ্রামের মহিলারা। 

 

রবিবার কুলতলি বিধানসভার গোপালগঞ্জ এলাকার বিভিন্ন প্রান্তে প্রায়ই দেখা যায় ম্যানগ্রোভ গাছ কেটে তৈরি হচ্ছে মেছো ভেড়ি। চলতি বছরে শুধু কুলতলি বিধানসভা কেন্দ্রের ৮ থেকে ১০টি জায়গায় নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে মেছো ভেড়ি থেকে বসতবাড়ি। তার উল্টো ছবিই এবার দেখা গেল কুলতলির গোপালগঞ্জ এলাকায়। আজ ভাইফোঁটার দিনে গাছকেই ভাইফোঁটা দিলেন গ্রামের মহিলারা।

 

কুলতলি বিধানসভার গোপালগঞ্জ গ্রামের নৈপুকুরিয়া নদীর পাড়ের ম্যানগ্রোভ গাছকে ভাই হিসেবে ভাইফোঁটা দিলেন গ্রামের মহিলারা। গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা হালদার বলেন, 'বিপদে ভাই বোনেদের যেমন রক্ষা করে, বোন ভাইদের রক্ষা করে, তেমনই ম্যানগ্রোভ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে ভাইয়ের মতো আমাদের রক্ষা করে। আবার ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য, ম্যানগ্রোভ গাছ কাটলে আমারই প্রতিবাদ করি। তাই সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ গাছ আমাদের ভাই। তাই ভাইফোঁটার দিন, আমরা গ্রামের মহিলারা আমাদের ভাই কে ফোঁটা দিলাম।'