আজকাল ওয়েবডেস্ক: কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাই সদ্যজাতকে মাটিতে পুঁতে দিলেন মা। এমনই অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দির বাজার থানার চাঁদপুর ধোপারহাট এলাকায়।
খবর চাউর হতেই মন্দির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যজাতকে তুলে তাকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
শিশুকন্যার কাকা বিল্ল কয়াল-এর অভিযোগ, তাঁর বৌদি শিশুটিকে মেরে ফেলেছেন। তিনি বলেন, শুক্রবার সন্ধে সাতটা নাগাদ বাড়ি ফিরে তিনি শোনেন বৌদি সন্তান প্রসব করার পর শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের সঙ্গে নিয়ে তিনি খুঁজতে শুরু করেন। শেষপর্যন্ত বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলার ধারে সদ্যজাতের একটি হাত দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে তারা এসে শিশুকন্যাটির দেহ উদ্ধার করে।
বিল্লর অভিযোগ, এর আগেও তাঁর বৌদি নিজের আরও একটি সন্তানকে মেরে ফেলেছেন। ঘটনায় হতবাক ওই এলাকার বাসিন্দারা। তাঁদের কথায়, একজন মা কীভাবে তাঁর সন্তানকে খুন করতে পারেন সেই বিষয়টি ভাবাচ্ছে তাঁদেরও! জানা গিয়েছে, আপাতত অভিযুক্ত মহিলা অসুস্থ। সুস্থ হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসা করবে।
