আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা লোচনমাটি গ্রামে একটি আমবাগানে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম শরিফা বিবি (২৭)। 

 

প্রায় বছর দশেক আগে হরিহরপাড়া থানার ইমামনগর গ্রামের বাসিন্দা শরিফার সাথে শঙ্করপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়েছিল। মৃতের পরিবাররের দাবি- বিয়ের পর থেকে বিভিন্ন কারণে প্রায়শই শরিফার উপর তাঁর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা অত্যাচার করত। 

মৃত ওই মহিলার বাবা মুরসেলিম মণ্ডল বলেন, 'সম্প্রতি আমার জামাইয়ের সঙ্গে অন্য এক মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায়শই আমার জামাই ওই মহিলার সাথে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলত এবং ভিডিও কল করত। আমার মেয়ে স্বামীর এই সম্পর্কের কথা জেনে যাওয়ার পর দু'জনের মধ্যে অশান্তি আরও বেড়ে যায়। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকদিন আগে মেয়ে আমাদের বাড়িতে চলে আসে। গতকাল দুপুর নাগার জামাই আমাদের বাড়িতে আসে। সন্ধে ৭ টা নাগাদ আমার মেয়ে ও জামাই শঙ্করপুর যাওয়ার জন্য একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়।' 

 

মুরসেলিম আরও বলেন, 'এর কিছুক্ষণ পর মেয়ে বাড়িতে পৌঁছে গেছে কিনা জানার জন্য আমি তার মোবাইল ফোনে বারবার ফোন করলেও সেটি 'সুইচড অফ' ছিল। মেয়ের ফোন না পেয়ে আমরা সারারাত বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। আজ সকালে আমি জানতে পারি লোচনমাটি গ্রামে আমার মেয়ের প্রাণহীন দেহ পড়ে রয়েছে।' 

 

মৃতের পরিবারের অভিযোগ, শরিফার স্বামী এবং তার পরিবারের কয়েকজন সদস্য ষড়যন্ত্র করে তাঁকে শ্বাসরোধ করে খুন করে আমবাগানের মধ্যে দেহটি ফেলে রেখেছিল। হরিহরপাড়া থানার পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।