আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফরাক্কাতে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আগামী বুধবার (৬ অক্টোবর) চার্জ গঠন করার দিন ধার্য করল জঙ্গিপুর বিশেষ আদালত।
নাবালিকাকে খুনের ঘটনায় যুক্ত দীনবন্ধু হালদার এবং শুভ হালদারকে আজ জঙ্গিপুর বিশেষ আদালতে পেশ করে পুলিশ। বিচারকের নির্দেশে তাদের দু'দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। আগামী ৬ অক্টোবর ফের দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।
জঙ্গিপুর আদালতের ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী সমীর চ্যাটার্জী বলেন, 'ধৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে আগামী ৬ নভেম্বর চার্জ গঠনের দিন ধার্য করেছে কোর্ট। ওই দিনই অভিযুক্তদেরকে চার্জশিটের কপি তুলে দেওয়া হবে এবং অন্যান্য নথি দেওয়া হবে।'
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফরাক্কার বছর দশকের এক নাবালিকা। এর কয়েক ঘণ্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তাবন্দি দেহ। নাবালিকাকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে স্থানীয় জনতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে গ্রেপ্তার করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে দীনবন্ধু জানায়, শুভ হালদার নামে আরও এক যুবক ওই নাবালিকাকে খুনের ঘটনায় তার সাথে যুক্ত ছিল। ফারাক্কা থানার পুলিশ এরপর শুভকেও গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ।
পুলিশি হেফাজতে পুরো সময় কাটানোর পর গত ৩০ অক্টোবর কোর্টের নির্দেশে দুই অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়। জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষ আধিকারিক বলেন- দুই অভিযুক্তের বিরুদ্ধে রবিবার ৬২২ পাতার চার্জশিট এসিজেএম আদালতে জমা পড়েছিল। আজ 'সেশন'স কেস' নম্বর সহ সেই মামলা জঙ্গিপুর বিশেষ আদালতে স্থানান্তরিত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মামলা চার্জ গঠনের দিন দুই অভিযুক্তের হাতে চার্জশিটের কপি সহ অন্যান্য তথ্য প্রমাণের কিছু নথি তুলে দেওয়া হবে। এই মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে বিভাস চ্যাটার্জিকে নিয়োগ করা হয়েছে।
