আজকাল ওয়েবডেস্ক: বারবার বলেও হয় না। শিক্ষা থেকে স্বাস্থ্য, নানা বিষয়ে, মুখে বললে, লিখিত আকারে প্রকাশ করলেও অনেকেই হেলায় এড়িয়ে যান। বুঝতে পারেন যখন, তখন বিপদ এগিয়ে যায় এককদম। আর ঠিক সেই কারণেই নানা সময়ে, নানা জায়গায়, নানা বিষয়ে হয়ে থাকে সচেতনতা শিবির। সেখানে ওই নির্দিষ্ট বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাঠ দেওয়া হয়। তেমনই জনস্বাস্থ্য নিয়ে সচেতনতার পাঠ দেবে নেফ্রো কেয়ার। চন্দননগরের বাসিন্দাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য সচেতনতা প্রদানের লক্ষ্যে সংস্থার নয়া উদ্যোগ 'সুস্থ চন্দননগর।'

নেফ্রো কেয়ার কলকাতার একটি বিশিষ্ট কিডনি-সেবা সংস্থা। তারাই এবার এই বিশেষ উদ্যোগ নিয়েছে লক্ষ লক্ষ মানুষের জন্য। ১৬ আগস্ট মানকুন্ডুর সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজ অডিটোরিয়াম থেকেই আনুষ্ঠানিক ভাবে সংস্থা তাদের উদ্যোগের কথা সামনে এনেছে।  সুস্থ চন্দননগর গড়ে তুলতে কী পরিকল্পনা ওই সংস্থার? কীভাবে পরিকল্পনা বাস্তবায়নের রুট্ম্যাপ বানিয়েছে? কী জানাচ্ছে সংস্থা?

আরও পড়ুন: বকেয়া টাকা ফেরত চেয়েছিলেন, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার, ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক!...

এই বিশেষ অভিযানটি মূলত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা প্রচারের লক্ষ্যে। আয়োজকরা তাঁদের উদ্যোগ প্রসঙ্গে জানিয়েছেন, এই উদ্যোগটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডায়েট টিপস এবং স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার করবে চন্দননগরের বাসিন্দাদের সঙ্গে। ফলত তাঁরা নানা বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাবেন হাতের কাছে। স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যে অনেক সময় দোটানা থাকে, কিংবা ডায়েট প্ল্যানের বিষয়ে কোনও বিশেষজ্ঞের কাছে না গিয়ে নিজেদের মতোই ছক বানিয়ে ফেলেন, এবার থেকে সেসব সমস্যার সমাধান হবে 'সুস্থ চন্দননগর'-এ। সাধারণ মানুষ হাজার প্রশ্নের উত্তর পাবেন নিমেষে। সহায়তা পাবেন সুস্থ জীবন যাপনে। 

তালিকায় সাধারণের জন্য কী কী? এক নজরে-

বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা- রক্তচাপ, রক্তে শর্করা, ওজন, বিএমআই এবং অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য সেমিনার: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ প্রতিরোধে বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন। যাতে নিমেষে দূর হতে পারে একগুচ্ছ ভ্রান্ত ধারণা। 

খাদ্যতালিকাগত পরামর্শ: বিশিষ্ট পুষ্টিবিদদের কাছ থেকে কার্যকর টিপস পেতে পারবেন।

স্বাস্থ্যকর পানীয় পুষ্টিকর খাবার বিতরণ।

আনুষ্ঠানিক সূচনার অনুষ্ঠানে হাজির ছিলেন, চন্দননগর পৌর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী এবং ভদ্রেশ্বর পৌর কর্পোরেশনের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট চিকিৎসক। এই উদ্যোগের প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাঃ প্রতিম সেনগুপ্ত।

চিকিৎসক সেনগুপ্ত জানিয়েছেন, 'আধুনিক চিকিৎসা কেবল একটি নির্দিষ্ট অঙ্গের সমস্যার চিকিৎসার উপর জোর দেয় না বরং শরীরের সামগ্রিক সুস্থতার উপরও জোর দেয়। আমাদের সংগঠন এই ভাবনাকেই ছড়িয়ে দিতে চায় সকলের মধ্যে।' জানা গিয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে, ‘মুক্তি’ নামে একটি কর্মসূচিও চালু করা হয়েছে, যা রোগীর সার্বিক যত্নের উপর জোর দেয়। চিকিৎসক সেনগুপ্ত জানিয়েছেন, ‘মুক্তি’ রোগীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে।

মেয়র রাম চক্রবর্তী  বলেন, চন্দননগর পৌর কর্পোরেশন এই কর্মসূচিকে সকল বাসিন্দার কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্তরকম সহায়তা করবে। আয়োজকদের দাবি, 'সুস্থ চন্দননগর' একটি নিছক প্রচারমূলক কাজ নয়। মূল লক্ষ্য, জনস্বাস্থ্য সচেতনতায় চন্দননগরকে মডেল শহর হিসেবে গড়ে তোলা। একইসঙ্গে উল্লেখ্য, নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড চন্দননগরে একটি বৃক্ষ রোপণ কর্মসূচিও পালন করেছে।