আজকাল ওয়েবডেস্ক: উৎসবের আবহে রাজ্যে এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনা জেলার এই ঘটনায় নির্যাতিতার প্রতিবেশী এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ৪০ বছর বয়সি ওই মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন। গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরোন কাজের প্রয়োজনে। অভিযোগ, সেই সময় বছর ৫৮-র এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে ঝোপে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। 

 

তরুণী দীর্ঘক্ষণ না ঘরে ফেরায়, মা ও ভাই তাঁকে খুঁজতে বেরোন। খুঁজতে খুঁজতে ওই ঝোপের ধারে গিয়ে প্রৌঢ়কে ধর্ষণ করতে দেখেন তাঁরা। তখনই আশেপাশের লোকজন ডেকে প্রৌঢ়কে ধরে ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

মহিলার পরিবারের সদস্যা জানান, বেশ কয়েক মাস ধরেই ওই প্রৌঢ়র ব্যবহারে তাঁদের সন্দেহ হত। মঙ্গলবার বিকালে দিদিকে হঠাৎ না খুঁজে পেয়ে তাঁকে খুঁজতে শুরু করেন। বাড়ির পাশেই একটি পরিতক্ত বাড়ির মধ্যে থেকে ওই প্রৌঢ়-সহ তাঁকে দেখতে পাওয়া যায়। তরুণী বিশেষ চাহিদা সম্পন্ন মানসিক প্রতিবন্ধী। তরুণী কিছু না বলতে পারলেও, প্রৌঢ়কে চাপ দিলে সে ধর্ষণের কথা স্বীকার করে। এরপরই পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।