আজকাল ওয়েবডেস্ক: চারিদিকে আলোর রোশনাই। কেউ প্রদীপ জ্বেলে কেউ আতশবাজি জ্বালিয়ে উদযাপন করছেন দীপাবলী। এর মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ায়। দুই শিশুসহ তিনজনের মৃত্যু ঘটল বাজির আগুনে। আরও একজন গুরুতর আহত। তাঁকে প্রথমে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় ট্রান্সফার করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গঙ্গারামপুরের একটি বাড়িতে প্রচুর বাজি মজুত রাখা ছিল। সেখানে জড়ো হয়েছিলেন কয়েকজন। ঘরের মধ্যেই ফুলঝুড়ি এবং মোমবাতি জ্বালানো হচ্ছিল। অসাবধানবশত পাশে রাখা মজুত বাজিতে আগুন ধরে যায়। ঘরের লোকেরা আটকে পরে সেখানে। বেরোতে পারেনি। হঠাৎ প্রতিবেশীদের নজরে পড়ায় তাঁরা পুলিশে যোগাযোগ করলে, ঘটনাস্থলে যায় উলুবেরিয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, চরকি নিয়ে খেলছিল বাচ্চারা। আগুন ছড়িয়েছে, বাচ্চারা টের পায়নি বলে প্রাথমিক তদন্তে অনুমান। বড়োরা ছিলেন বাইরে। কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। তাদের চোখ পড়লেও তারা ঢুকতে পারেননি।
খবর যায় দমকলে। পুলিশ দ্রুত আগুন নেভায় দমকলবাহিনীর সাহায্যে। কিন্তু ততক্ষণে সবশেষ। মৃতদের বয়স ছয় আর আট বছর। ছিল একজন কিশোরীও। তার বয়স ১৪ বছর। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।
