মা হওয়ার পর জানুয়ারিতেই প্রথম ক্যামেরার সামনে আসেন কোয়েল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে তাঁর মেয়ের জন্মটা ছেলের ম্যানিফেস্টেশন। সেই সময় পর্যন্ত মেয়ের নামকরণ করেননি কোয়েল-নিসপাল। তবে বোনকে কবীর পুচকি বলে ডাকে, জানিয়েছিলেন কোয়েল।
এক সাক্ষাৎকারে মাতৃত্বের অনুভূতি নিয়ে কোয়েল বলেন, ‘খুব সুন্দর একটা অনুভূতি। সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। কবীরের জন্মের সময়ও একইরকম অনুভূতি ছিল। ভগবানের কী সৃষ্টি! এখন তো কবীর বড় হয়েছে। ও বোনের নাম দিয়েছে পুচকি। ওকে পুতুল ভেবে চটকায়। কী সুন্দর দিনগুলো কেটে যাচ্ছে’।

২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীর জন্ম হয়। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেছিলেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই সকলকে জানান যে তিনি মা হতে চলেছেন। এরপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর। এরপর গত বছর ডিসেম্বরে মেয়ের মা হয়েছেন রঞ্জিত মল্লিক কন্যা।
কিন্তু এতদিনেও মেয়ের মুখ সামনে আনেননি অভিনেত্রী। তবে প্রকাশ্যে এসেছে কোয়েলের মেয়ের নাম। জানা যাচ্ছে, ছেলে কবীরের সঙ্গে মিল রেখে মেয়ের রেখেছেন তিনি। একরত্তির নাম দিয়েছেন কাব্য। এক সাক্ষাৎকারে এই কথা নিজেই প্রকাশ্যে এনেছিলেন 'টলি কুইন'। এবার অনুরাগীদের মনে প্রশ্ন, চলতি বছর পুজোয় কি মেয়ের মুখ দেখাবেন কোয়েল? যদিও সেই খবরের কোনও নিশ্চয়তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
প্রতি বছর মল্লিক বাড়ির পুজোয় ভিড় জমান বহু মানুষ। রঞ্জিত মল্লিকের পরিবারকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। কোয়েলও সপরিবারে পুজোয় অংশগ্রহণ করেন। কয়েকবছর ধরে ছেলে কবীরকে নিয়ে এই পুজোয় সামিল হন তিনি। এবার কি উপরি পাওনা হিসেবে মেয়ে কাব্যকে সবার সামনে আনবেন কোয়েল? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছেন অনুরাগীরা।
