করবা চৌথ বলে কথা। বিয়ের পর প্রথমবার করবা চৌথ উদযাপন করবেন বলে পরিকল্পনা ছিল তরুণীর। কিন্তু সেদিনই সব শেষ! স্বামীর উপর অভিমানে নিজেকেই শেষ করলেন ২৫ বছর বয়সি এক তরুণী। তাও আবার করবা চৌথের দিনেই।
2
7
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। ২৫ বছর বয়সি তরুণীর নাম বাবলি। ১০ মাস আগেই ধর্মপালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের বিয়ের পর এটিই ছিল প্রথম করব চৌথ।
3
7
ধুমধাম করে করবা চৌথ উদযাপন করার ইচ্ছে ছিল বাবলির। করবা চৌথের জন্য স্বামীর কাছে আবদার করেছিলেন নতুন শাড়ি কিনে দেওয়ার জন্য। সেই নতুন শাড়ি পরেই করবা চৌথ পালন করার ইচ্ছে ছিল তরুণীর। কিন্তু আবদার রাখেননি ধর্মপাল।
4
7
করবা চৌথ উপলক্ষে বাবলিকে কোনও নতুন শাড়ি কিনে দেননি। সেই রাগে, দুঃখে করবা চৌথের দিনেই ধর্মপালের সঙ্গে তুমুল ঝামেলা করেন বাবালি। দু'জনেই বচসা এমন পর্যায়ে পৌঁছয়, যা সামলাতে রীতিমতো হিমশিম খান পরিবারের সদস্যরা।
5
7
ধর্মপালের সঙ্গে বচসার পরেই চরম পদক্ষেপ করেন বাবলি। করবা চৌথের দিনেই বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঝগড়ার কয়েক ঘণ্টা পর বাবলিকে খুঁজতে যান ধর্মপাল। ঘরের দরজা খুলতেই বাবলির ঝুলন্ত দেহ দেখতে পান।
6
7
খবর পেয়ে স্থানীয়রাও ছুটে আসেন। এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীর দেহ উদ্ধার করে দ্রুত ময়নাতদন্তের জন্য পাঠায় তারা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সুস্পষ্ট কারণ জানাবে পুলিশ। ঘটনাটি ঘিরে রীতিমতো হতবাক পরিবারের সদস্যরা।
7
7
তবে বাবলির আত্মীয়রা জানিয়েছেন, বিয়ের কয়েক সপ্তাহ পর থেকেই ধর্মপালের সঙ্গে তাঁর মাঝেসাঝেই ঝামেলা হত। নবদম্পতির মধ্যে মতের অমিল হলেই তুমুল অশান্তি হত। কিন্তু করবা চৌথের দিনেই অশান্তির জেরে তরুণীর এমন চরম পদক্ষেপ করবেন, তা কল্পনাতীত সকলের কাছে।