আজকাল ওয়েবডেস্ক: বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনার অভিযোগ স্ত্রী সোনম রঘুবংশীর বিরুদ্ধে। যে ঘটনায় তোলপাড় গোটা দেশ। এবার সেই ঘটনার আশঙ্কা করে থানায় পৌঁছলেন এক মহিলা। তাঁর আশঙ্কা, সোনমের মতোই তাঁর মেয়ে জামাইকে খুন করতে পারেন। তাও আবার প্রেমিকের সঙ্গে মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলায়। পুলিশ জানিয়েছে, জামাইকে মেয়ে ও প্রেমিক মিলে খুন করতে পারে সেই আশঙ্কায় এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি ওই প্রৌঢ়া থানায় এসে জানান, মেয়ে ও জামাই ১২ বছর একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। কারণ মেয়ে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
জানা গেছে, প্রতিবেশী এক যুবকের সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তরুণী। বিষয়টি জানাজানি হতেই মিরাটে বাপের বাড়িতে তরুণীকে পাঠিয়ে দেন তাঁর স্বামী। এর ঠিক পাঁচদিন পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান তরুণী। বুধবার শ্বশুরবাড়িতে প্রেমিকের সঙ্গে পৌঁছন তিনি। এরপরই ভাঙচুর শুরু করেন বাড়িতে। দেওরকেও হেনস্থা করেন। স্বামীর অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরবাড়িতে থেকে যান।
এরপরই থানায় অভিযোগ দায়ের করেন মহিলা ও তাঁর জামাই। দু'জনের আশঙ্কা, তরুণী প্রেমিকের সঙ্গে মিলে খুন করতে পারেন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর গতিবিধির উপরেও নজরদারি চালানো হচ্ছে।
