আজকাল ওয়েবডেস্ক: স্বামীর মৃত্যুর পর শোকস্তব্ধ স্ত্রীর চরম পদক্ষেপ। সেনা আধিকারিক দম্পতির জোড়া আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিল্লি ও আগ্রায়। দেহ দু'টি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যার নেপথ্যে কী কারণ, তা ঘিরে ধোঁয়াশায় পুলিশও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতেরা হলেন, দিনদয়াল দীপ ও রেনু তানওয়ার। দিনদয়াল ভারতীয় বায়ুসেনার ফ্লাইট ল্যাফটেনেন্ট ছিলেন। তাঁর স্ত্রী রেনু একজন আর্মি ক্যাপ্টেন। দিনদয়াল বিহারের বাসিন্দা ছিলেন। কর্ম সূত্রে থাকতেন আগ্রায়। অন্যদিকে রেনু থাকতেন দিল্লিতে। মঙ্গলবার সকালে দিল্লিতে সেনা আধিকারিকদের আবাসন থেকে রেনুর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে আগ্রায় স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন রেনু। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ঘিরে সন্দেহ রয়েছে। তবে দিনদয়াল আত্মঘাতী হয়েছিলেন বলেই অনুমান করা হচ্ছে। দিনদয়ালের মৃত্যুর পরেই মানসিকভাবে ভেঙে পড়েন রেনু। এরপর আবাসনের মধ্যে আত্মঘাতী হন তিনি। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রেনু।
পুলিশের অনুমান, ১৪ তারিখ রাত থেকে ১৫ তারিখ ভোরের মধ্যে আত্মঘাতী হয়েছেন আর্মি ক্যাপ্টেন রেনু। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে নিজের শেষ ইচ্ছের কথা লিখেছেন রেনু। রেনুর ইচ্ছে, তাঁর ও দিনদয়ালের শেষকৃত্য একসঙ্গে সম্পন্ন করা হোক। চিঠিতে রেনু লিখেছিলেন, 'আমাদের হাতে হাত রেখে দাহ করা হোক'।
