আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ ছিলেন। বারবার মেডিক্যাল লিভ চেয়েছিলেন। অসুস্থতার কথা জেনেও শিক্ষককে কোনও ছুটি দেননি প্রিন্সিপাল। বাধ্য হয়ে, স্যালাইন নিয়ে স্কুলে হাজির হলেন ওই শিক্ষক। যা দেখার পরেও শিক্ষক অসুস্থ, তা মানতে নারাজ ছিলেন প্রিন্সিপাল। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ওড়িশার বালানগিড় জেলায়। প্রকাশ ভোই নামের ওই ব্যক্তি গণিতের শিক্ষক। ৬ মার্চ তাঁর ঠাকুরদার শেষকৃত্যে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরেরদিন মেডিক্যাল লিভ চেয়েছিলেন প্রিন্সিপালের কাছে। কিন্তু স্কুলের ভাইস প্রিন্সিপাল বিজয়লক্ষ্মী ছুটি দিতে অস্বীকার করেন। পরেরদিনই স্কুলে হাজির হতে জোর করেন। 

 

সেদিন স্কুলে যাওয়ার পর শিক্ষকের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। অনুমতি নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সরকারি হাসপাতাল স্কুল থেকে বহুদূরে ছিল। স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে দ্রুত ছুটে যান তিনি। সহানুভূতি দেখানোর পরিবর্তে, শিক্ষককে দ্রুত স্কুলে এসে রিপোর্ট করতে বলেন ওই প্রিন্সিপাল। 

 

ছুটি না পাওয়ায়, পরেরদিন স্যালাইন নিয়ে স্কুলে উপস্থিত হন শিক্ষক। এরপর তাঁকে নিয়ে হাসপাতালে যান সহকর্মীরা। শিক্ষকের অভিযোগ, এই প্রথম নয়। আগেও মেডিক্যাল লিভ দিতে চাননি প্রিন্সিপাল। সহকর্মীরা ছুটি পেলেও, তাঁর ক্ষেত্রে বরাবরই দুর্ব্যবহার করেন। এমনকী ছাত্রদের সামনেও হেনস্থা করেন। প্রিন্সিপালের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।