আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় আবারও যৌন নির্যাতনের অভিযোগ। এবার যৌন নিগ্রহের শিকার এক ১২ বছরের এক নাবালক। নির্যাতনের খবর ফাঁস করলে পরিবারকে হুমকিও দিত অভিযুক্ত ব্যক্তি। অবশেষে অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে পূর্ব পুটিয়ারি এলাকার ঠাকুরপাড়ায়। গত এক বছর ধরে ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই নাবালক। তার মা পরিচারিকার কাজ করেন। অভিযোগ, গত ১০ আগস্ট বাড়িওয়ালা দিলীপ মণ্ডল ওই ষষ্ঠ শ্রেণির ছাত্রকে যৌন নিগ্রহ করে। এরপরই মাকে যৌন নির্যাতনের ঘটনাটি জানায় সে। জানতে পেরেই বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা হয় নাবালকের মায়ের। নানারকম হুমকি দিয়ে বাড়ি থেকে তাদের তাড়িয়েও দেয় অভিযুক্ত দিলীপ।
মঙ্গলবার প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারেন। এরপর তাঁরাই প্রথমে রিজেন্ট পার্ক থানায় খবর দেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে দিলীপকে আটক করে পুলিশ। ঘটনাটির তদন্ত চলছে।
