রোজকার জীবনে সঙ্গী টিভি। সারাদিনের ক্লান্তির পর বিনোদনের মাধ্যম হোক কিংবা ছুটির দিনে অলস দুপুর কাটানো, টিভির চেয়ে ভাল কেই বা সঙ্গ দেয়! আজকাল ঘরে ঘরে এলসিডি, এলইডি বা স্মার্ট টিভি। কথায় বলে, যত্ন করলে যে কোনও যন্ত্র দীর্ঘদিন ব্যবহার করা যায়। সঠিক যত্নে তাদেরও আয়ু বাড়ে। দেখে নিন কী করবেন।  

•    টিভি দেখা হয়ে গেলে সবক’টি সুইচ বন্ধ করুন। না দেখলে পুরোপুরি বন্ধ রাখুন। এতে টিভি চলবে বেশি দিন। অনেকেরই কাজ করতে করতে টিভি চালিয়ে রাখা বা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার অভ্যাস তৈরি হয়ে যায় অজান্তে। 

•    টিভির সঙ্গে ইনবিল্ট স্টেবিলাইজার না থাকলে অবশ্যই আলাদা করে জুড়ে নিন। ভোল্টেজের ওঠানামায় তা আপনার টিভিকে সুরক্ষিত রাখবে। 

•    ব্রাইটনেস বা কনট্রাস্ট লেভেল ম্যাক্সিমামে বাড়িয়ে রাখা শুধু টিভির নয়, আপনার চোখেরও ক্ষতি করে। চোখের আরাম হবে এমন মাত্রায় তাদের রাখা জরুরি। অপটিমাল লেভেলে রাখলে আপনার টিভিও ভাল থাকবে। 

 

আরও পড়ুনঃ ভুলেও মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাবেন না এই পাঁচ খাবার! যে কোনও মুহূর্তে ঘটে যাবে মারাত্মক বিপদ!

 

•    ধারালো জিনিসপত্র টিভি থেকে দূরে রাখুন। অসাবধানে টিভি স্ক্রিনের ক্ষতি এড়াতে পারবেন। 

•    বায়ু চলাচল করতে পারে এমন জায়গায় টেলিভিশন রাখা উচিত। আঁটোসাঁটো জায়গায় রাখলে তা টিভিকে ওভার হিট করার কারণ হতে পারে। তবে এমন স্থানে অবশ্যই রাখা যাবে না, যেখানে অনেক বেশি ধুলোবালি বা বৃষ্টির জল আসতে পারে। সরাসরি সূর্যের আলো আসে এমন স্থানেও টিভি রাখা উচিত নয়।টিভির সঠিক ভেন্টিলেশনের সুযোগ রাখুন যথাযথ ফাঁকা জায়গা রেখে। এতে টিভির আয়ু বাড়বে। 

•    নিয়মিত নরম কাপড় দিয়ে টিভি মুছে পরিষ্কার রাখুন। ধুলো বা ময়শ্চারের হাত থেকে এভাবেই তাকে পরিষ্কার রাখতে পারবেন। পরিষ্কার করার সময় অবশ্যই বিদ্যুতের সংযোগ খুলে রাখুন। বিদ্যুতের সংযোগ দেওয়া অবস্থা কখনোই টিভি পরিষ্কার করা উচিত নয়। এতে টিভির বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে।  প্রতিবার টিভি পরিষ্কার করার আগে অবশ্যই আনপ্লাগ করে নেবেন।

* টেলিভিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্ক্রিন বা পর্দা। টিভি স্ক্রিনের যেহেতু কাভার নেই, ফলে সেখানে নিয়মিত ধুলো জমে। তাই কিছুদিন পরপর স্ক্রিন পরিষ্কার করুন। এই কাজ করতে গিয়ে একটু বাড়তি সতর্ক না হলে স্ক্রিনের ক্ষতি হতে পারে। একটু জোরে চাপ পড়লে স্ক্রিনে দাগ পড়ে যায়। তাই স্ক্রিন পরিষ্কারের ক্ষেত্রে মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করুন। টিভি স্ক্রিন পরিষ্কার করতে পেপার টাওয়েল, টিস্যু পেপার বা শক্ত ধরনের কাপড় ব্যবহার করা ঠিক নয়। টিভি পরিষ্কার করার সময় টিভির রিমোটটাও পরিষ্কার করে নিতে পারেন। 

•    একটানা ঘণ্টার পর ঘণ্টা টিভি চালিয়ে রাখবেন না। দরকারে মাঝে মাঝে বিরতি নিন। তা না হলে ভিতরকার যন্ত্রপাতি পুড়ে যেতে পারে। 

•    অতিরিক্ত ঠান্ডা বা কম তাপমাত্রায় টিভি অন রাখবেন না। এতে কনডেনসেশন হয়ে তার ভিতরকার যন্ত্রপাতিতে ময়শ্চার জমতে পারে।