আজকাল ওয়েবডেস্ক: কে বলেছে ভারত-পাকিস্তানের মধ্যে সর্বত্র টানাপোড়েন, শত্রুতা? প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে দুই পদক জয়ীর মা দুই দেশের মধ্যে যাবতীয় দূরত্ব মিটিয়ে দিলেন। নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক না কেন, ভারত এবং পাকিস্তানের দুই জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে সম্পর্ক খুবই ভাল। প্যারিসে দু'জন এক এবং দুই নম্বরে শেষ করার পর, তাঁদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কথা লেখালেখি হচ্ছে। নীরজের মা সরোজ জানান, আরশাদও তাঁর ছেলের মতো। এবার তাঁর উত্তরে পাকিস্তানি জ্যাভলিন‌ থ্রোয়ারের মা যা বললেন, মন ছুঁয়ে যাবে। একটি ইন্টারভিউতে আরশাদের মা বলেন, 'ও আমার ছেলের মতো। ও নাদিমের বন্ধু এবং ভাইও। হার এবং জয় খেলার অঙ্গ। ঈশ্বরের আশীর্বাদ সর্বত্র ওর ওপর থাকুক। আরও পদক জিতুক। ওরা দু'জন ভাইয়ের মতো। আমি নীরজের জন্যও প্রার্থনা করেছি। নাদিমকে সমর্থনের জন্য, ওর জন্য প্রার্থনা করার জন্য আমি পাকিস্তানের দেশবাসীর কাছে কৃতজ্ঞ।' 

পাকিস্তানের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে এই প্রথম সোনা এল। রেকর্ড করলেন আরশাদ নাদিম। অন্যদিকে তৃতীয় ভারতীয় হিসেবে পরপর দুটো অলিম্পিকে পদক জেতার নজির গড়েন নীরজ। রুপো জয়ের পর পানিপথ থেকে নীরজের মা জানান, 'আমরা রুপোতে খুশি। যে সোনা পেয়েছে সেও আমাদের ছেলে, তেমনই যে রুপো পেয়েছে সেও আমাদের ছেলে। সবাই অ্যাথলিট। সবাই কঠোর পরিশ্রম করে। নাদিমও খুব ভাল খেলে। আমার কাছে নীরজ এবং নাদিমের মধ্যে কোনও পার্থক্য নেই। আমাদের কাছে সোনা এবং রুপোর মধ্যেও পার্থক্য নেই।' প্রতিযোগিতার বাইরে নীরজ এবং নাদিম ভাল বন্ধু। বেশ কয়েকবার পাকিস্তানি প্রতিপক্ষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন নীরজ।