আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসে যোগ দিলেন ভরত অরুণ। কলকাতা নাইট রাইডার্স ছাড়তেই বোলিং কোচ হিসেবে ভরত অরুণকে তুলে নিল লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দল দু’বছরের জন্য বোলিং কোচ হিসাবে সই করাল অরুণকে। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি কোনও তরফেই। তবে ‘ক্রিকবাজ’ ওয়েবসাইট এমনই দাবি করেছে।
২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন ভরত অরুণ। চার বছর শাহরুখ খানের দলে কাটানোর পর তিনি যোগ দিচ্ছেন লখনউয়ে। ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে অনেক বোলারকে তুলে আনার কৃতিত্ব রয়েছে অরুণের। তবে কেকেআরের কোচ হিসাবে ২০২৪ সালে আইপিএল ট্রফি জেতা ছাড়া বিশেষ কোনও কৃতিত্ব নেই। তাঁর আমলে অন্তত দু’টি মরসুমে বার বার কেকেআর বোলারদের পারফরম্যান্স সমালোচিত হয়েছে।
লখনউয়ের বোলারদের সঙ্গে সারা বছর ধরে কাজ করবেন অরুণ। তবে মেন্টর হিসাবে জাহির খানকে হয়তো আর দেখা যাবে না। তিনি এক বছর চুক্তি করেছিলেন। এ বছর নতুন চুক্তিতে সই করার কথা ছিল। তা সম্ভবত হচ্ছে না। বিদায় নিতে পারেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও।
মঙ্গলবারই চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের খবর জানিয়েছে কেকেআর। অরুণের বিদায়ের পর আপাতত দু’টি শূন্যস্থান তৈরি হয়েছে কোচিং স্টাফে। এই দুই শূন্যস্থান পূরণ করার আগে অনেক কিছু বিবেচনা করে দেখা হবে বলে দাবি কেকেআর সূত্রের।
তবে এটাও ঘটনা, দলের বোলিং বিভাগের খেয়াল রাখছিলেন মেন্টর ডোয়েন ব্র্যাভো। কেকেআর ম্যানেজমেন্টের আশঙ্কা, দলে পরামর্শ দেওয়ার একাধিক লোক থাকলে হিতে বিপরীত হতে পারে। তাই অরুণের সঙ্গে মৌখিক ভাবে বিচ্ছেদ করা হয়েছে। তা ছাড়া, পেশাদারি উন্নতির জন্য কেউ দল ছাড়তে চাইলে তাঁকে আটকায় না কেকেআর। অরুণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন কেকেআর ম্যানেজমেন্ট।
এদিকে, নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স গতবারের আইপিএলে প্লে অফে পৌঁছেও ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারেনি। হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স কোয়ালিফায়ার টু-তে হার মানে পাঞ্জাব কিংসের কাছে। সেই ম্যাচে শ্রেয়স আইয়ার দুর্দান্ত খেলেন। বলা ভাল শ্রেয়স আইয়ারের কাছেই হার মানে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন মিচেল স্য়ান্টনার। চেন্নাই সুপার কিংস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন স্যান্টনার।
সেই স্যান্টনারের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বেশ ভাল পারফরম্যান্স তুলে ধরে নিউজিল্যান্ড। মরু দেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল কিউয়িরা। সেই ফাইনালে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারেনি কিউয়িরা। রোহিত শর্মার ভারত চ্যাম্পিয়ন হয় সেই যাত্রায়।
এবার স্যান্টনারকে টেস্ট দলের ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্যান্টনার ৩২-তম ক্যাপ্টেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে বুধবার শুরু হচ্ছে টেস্ট। সেই টেস্ট থেকে টম ল্যাথাম ছিটকে গিয়েছেন। ল্যাথাম না থাকায় এবার টেস্ট দলের নেতৃত্ব উঠেছে স্যান্টনারের হাতে। কাঁধের চোটের জন্য ল্যাথাম সরে গিয়েছেন।
চলতি মাসের গোড়ার দিকে বার্মিংহ্যামের হয়ে ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছিলেন কাঁধে। সেই চোট এখনও সারেনি তাঁর। দলের সঙ্গেই তিনি থাকবেন। ৭ আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচে চোট পুরোদস্তুর সারিয়ে প্রথম একাদশে ঢুকতে পারেন ল্যাথাম।
