আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং একদিনের দলের দরজা খুলে দিল। একদিনের সিরিজের দলে ডাক পেলেন বরুণ চক্রবর্তী। সিরিজ শুরুর আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কেকেআরের রহস্য স্পিনার। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দারুণ ছন্দে ছিলেন। যার পুরস্কার পেলেন। প্রাথমিকভাবে একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। কিন্তু নাগপুরে দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখা যায় বরুণকে। বৃহস্পতিবার এখানেই প্রথম একদিনের ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কয়েকদিন আগে পর্যন্তও শোনা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেতে পারেন বরুণ। কিন্তু শেষপর্যন্ত তাঁকে না নেওয়ার সিদ্ধান্ত নেন অজিত আগরকর সহ বোর্ডের বাকি নির্বাচকরা। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলেও ছিলেন না তিনি। তবে তাঁকে দলের সঙ্গে প্র্যাকটিস করতে দেখে অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ তে সিরিজ সেরা হন বরুণ। ৫ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। এই পারফরম্যান্সই‌ তাঁর জন্য একদিনের দলের দরজা খুলে দিয়েছে। কিন্তু এখনও একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি রহস্য স্পিনারের। তবে ইংল্যান্ড সিরিজে সেই সম্ভাবনা রয়েছে। তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে চান রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে এই কথা জানান তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। যার অঙ্গ নন বরুণ। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। সেই দলে সুযোগ পেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচেও নির্বাচকদের নজর কাড়তে হবে। তবে সিরিজের প্রথম ম্যাচে বরুণ সুযোগ পাবেন কিনা এখনও জানা নেই।