আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারলেও প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যায়নি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সামনে এখনও ছ’টি লিগ ম্যাচ বাকি রয়েছে। কেকেআর আগামী ছ’টি ম্যাচেই জয়লাভ করতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৮ যা কিনা প্লে-অফে যাওয়ার জন্য যথেষ্ট।
সোমবার ইডেনে গুজরাট টাইটান্সের কাছে হার মানল কলকাতা। প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ৩ উইকেটে ১৯৮ রান। জবাবে কেকেআর থামে ১৫৯ রানে।
এই পরিস্থিতিতে কলকাতার জন্য পরামর্শ দিলেন সুরেশ রায়না। ২০ বছর বয়সি নাইটকে দিয়ে ওপেন করার পরামর্শ দিলেন রায়না। তিনি বলেন, ''সুনীল নারিন দারুণ চেষ্টা করছে ঠিকই। তবে কেকেআরের উচিত অঙ্গকৃষ রঘুবংশীকে দিয়ে ওপেন করানো। ওপেন করতে নামলেই ওর সেরাটা বের হবে। লোয়ার অর্ডারে অঙ্গকৃষ ব্যাট করতে পারে না। আর ওর থেকে সেরাটাও পাওয়া যাবে না।'' গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রঘুবংশী অনেক পরে ব্যাট করতে নামেন। ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। কিন্তু রায়না তরুণ প্রতিভাকে ওপেন করতে পাঠানোর পক্ষপাতী।
রায়নার পরামর্শ কি এবার মেনে চলবে কলকাতা শিবির?
