আজকাল ওয়েবডেস্ক:‌ সেই ধোনি আর নেই। উইকেটের পিছনে ক্ষিপ্রতা থাকলেও ব্যাটার ধোনি সেই খেলা খেলতে পারছেন না। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিন্তু তাতে ধোনির কিচ্ছু আসে যায় না। অন্তত জনপ্রিয়তার নিরিখে তিনি এখনও বলে বলে ১০ গোল দিচ্ছেন বিরাট কিংবা রোহিতদের।


চলতি আইপিএলে প্রথম ম্যাচ জিতলেও পরের দুটো ম্যাচই হেরেছে চেন্নাই। কখনও নয় নম্বরে ব্যাট করতে নেমে সমালোচিত হয়েছেন মাহি। আবার কখনও বা আগে নেমেও দলকে জেতাতে পারেননি। আর বিরাটরা পরপর দুটো ম্যাচ জিতেছেন। মুম্বইও জয়ে ফিরেছে। কিন্তু রোহিত রান পাচ্ছেন না।


তবে যাই হোক সোশ্যাল মিডিয়ায় এখনও বিরাট কিংবা রোহিতের চেয়ে এগিয়ে ধোনি। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে এই দুই ক্রিকেটারকেই পিছনে ফেলে দিয়েছেন ধোনি।


এক্স ডেটা নামক এক পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তার নিরিখে সবার আগে ধোনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামই বেশিবার সার্চ হয়েছে। এরপরেই আছেন বিরাট কোহলি। তিনে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত শর্মা আছেন চারে। তালিকায় এরপর আছেন অভিনেতা রাজনীতিবিদ পবন কল্যাণ, অভিনেতা বিজয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সলমন খান ও অল্লু অর্জুন।


এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ধোনিরা আছেন সাতে। ধোনিদের পরের ম্যাচ ৫ এপ্রিল চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।