আজকাল ওয়েবডেস্ক:‌ প্যারিস ডায়মন্ড লিগে শিরোপা নীরজ চোপড়ার দখলে। গত মাসেই দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়েছিলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ। কিন্তু সেবার সেরার শিরোপা অধরাই থেকে যায়। অবশেষে প্যারিস ডায়মন্ড লিগে সেরার খেতাব জিতে নিলেন ভারতীয় জ্যাভলিন তারকা। তিনি সর্বোচ্চ জ্যাভলিন ছোড়েন ৮৮.১৬ মিটার।


প্রথম থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৮.১৬ মিটার। আর সেটাই সাফল্য এনে দেয়। এই রাউন্ডে জুলিয়ান ওয়েবার ছোড়েন ৮৭.৮৮ মিটার। দ্বিতীয় থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৫.১০ মিটার। পরের দুটি থ্রো অবশ্য ফাউল হয়। শেষ থ্রোয়ে ছোড়েন ৮২.৬৯ মিটার। তবে আর কেউ নীরজের ৮৮.১৬ মিটার অতিক্রম করতে পারেননি। ৮৬.৬২ মিটার ছুড়ে তৃতীয় হন ব্রাজিলের মরিসিও লুইস দা সিলভা।


নীরজের কাজটা সহজ ছিল না। প্রতিপক্ষদের মধ্যে ছিল তারকার ছড়াছড়ি। দোহা ডায়মন্ড লিগে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই জুলিয়ান ওয়েবেরও ছিলেন। এছাড়াও ছিলেন অ্যান্ডারসন পিটার্স, লুইজ মরিসিও দা সিলভা, আন্দ্রিয়ান মারদারে, কেশোরন ওয়ালকট, জুলিয়াস ইয়েগোরা নেমেছিলেন। এই সবাইকে টেক্কা দিলেন নীরজ।  


প্রসঙ্গত, দোহা ডায়মন্ড লিগে নীরজ দ্বিতীয় হয়েছিলেন। এরপর জানুসজ কুসোসিনকি মেমোরিয়াল ইভেন্টেও দ্বিতীয় হন নীরজ। আর প্যারিসে হল স্বপ্নপূরণ।