আজকাল ওয়েবডেস্ক:‌ পারলেন না তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা পূরণে ব্যর্থ ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এরপরই ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন নীরজ চোপড়া। টোকিওতে অলিম্পিক সোনা জিতেছিলেন। সেই টোকিওর ট্র্যাক থেকেই খালি হাতে ফিরতে হয়েছে ভারতের সোনার ছেলেকে। তারপরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নীরজ। সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। 


ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে একটামাত্র থ্রো করেছিলেন নীরজ। ৮৪.৮৫ মিটারের ওই থ্রোতেই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। কিন্তু ফাইনালে সেটুকুও মারতে পারেননি। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.০৩ মিটার পর্যন্ত যায় নীরজের থ্রো। ওটাই তাঁর সেরা পারফরম্যান্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পদকজয়ের স্বপ্ন ওখানেই শেষ। অষ্টম স্থানে ফাইনাল শেষ করেন নীরজ। উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত সাত বছরে এই প্রথমবার খালি হাতে ফিরছেন নীরজ।

 

আরও পড়ুন: রোহিতের যোগ্য উত্তরসূরি সূর্যই, কে দিলেন এই সার্টিফিকেট জানুন 


তবে নীরজের ব্যর্থতার দিনে নজর কাড়েন ভারতের উদীয়মান প্রতিভা শচীন যাদব। নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছোড়েন তিনি, যা তাঁর জীবনের সেরা পারফরম্যান্স। তারপর লাগাতার ৮৫ মিটারের ধারেকাছে থ্রো করেছেন শচীন। অল্পের জন্য পদক হাতছাড়া হয় ২৫ বছর বয়সি ভারতীয় তরুণের। চতুর্থ স্থানে থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ করেন তিনি। সেই শচীনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নীরজ। বৃহস্পতিবার ফাইনাল শেষ হওয়ার পরেই নীরজ বলেন, ‘‌শচীনের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আশা করছিলাম ভারতে একটা পদক আসবে। তবে সেটা হল না। কিন্তু এত বড় মঞ্চে অনবদ্য পারফর্ম করেছে। ভারতের জ্যাভলিন ভবিষ্যৎ সুরক্ষিত হাতেই রয়েছে, সেটা হলফ করে বলতে পারি।’‌


ফাইনালের পরদিন ইন্সটাগ্রামে পোস্ট করে নীরজ লেখেন, ‘এভাবে মরশুম শেষ করতে চাইনি। যাবতীয় সমস্যা সত্ত্বেও নিজের সেরাটা দিতে চেয়েছিলাম, কিন্তু দিনটা আমার ছিল না। শচীনের পারফরম্যান্সে আমি খুশি। যাঁরা পদক জিতেছেন তাঁদের অনেক শুভেচ্ছা।’ এই পোস্ট দেখেই জল্পনা চলছে, তাহলে কি চোট নিয়েই ফাইনাল খেলতে নেমেছিলেন নীরজ? যদিও ইনস্টাগ্রামে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন নীরজ চোপড়া। 

 

আরও পড়ুন:‌‘ব্রিং ইট হোম’, মহিলা বিশ্বকাপের আগে শ্রেয়া ঘোষালের গলায় থিম সং প্রকাশ করল আইসিসি, দেখুন ভিডিও...

এটা ঘটনা শুধু নীরজ নন, ব্যর্থ হয়েছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমও। সোনা জিতলেন কেসহর্ন ওয়ালকট (৮৮.১৬ মিটার), রুপো ও ব্রোঞ্জ পেলেন যথাক্রমে অ্যান্ডারসন পিটার্স (৮৭.৩৮ মিটার) ও কার্টিস থম্পসন (৮৬.৬৭ মিটার)। ভারতের নীরজ চোপড়া (৮৪.০৩ মিটার) অষ্টম স্থানে শেষ করেন। তার উপরে চতুর্থ স্থানে শেষ করেন ভারতের শচীন যাদব (৮৬.২৭ মিটার)। 


নীরজ বনাম আর্শাদ নাদিম লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সবাই। দুই প্রতিবেশি দেশের তারকা জ্যাভলিন থ্রোয়ার আগুন জ্বালাবেন এই প্রত্যাশায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা। কিন্তু কোনওটাই হল না। আর ফাইনালে ব্যর্থ হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নীরজ।  

 

আরও পড়ুন:‌ মাত্র এক বছরেই মোহভঙ্গ, মেন্টর জাহিরের সঙ্গে সম্পর্ক শেষ করল গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস...