আজকাল ওয়েবডেস্ক: আবার প্যারিস ডায়মন্ড লিগে ফিরছেন নীরজ চোপড়া। আট বছরের বিরতির পর আবার তাঁকে এই টুর্নামেন্টে দেখা যাবে। ২০ জুন প্যারিসের স্তাঁদ সেবাস্তিয়ান চারলেটিতে বসবে এবছরের প্যারিস ডায়মন্ড লিগের আসর। চলতি বছর দোহার পর এই নিয়ে দ্বিতীয় ডায়মন্ড লিগে অংশগ্রহণ করবেন নীরজ। কিন্তু প্যারিস ডায়মন্ড লিগে আট বছর পরে ফিরবেন। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্টে অংশ নেন ভারতের সোনার ছেলে। ৮৪.৬৭ মিটার বর্শা ছুঁড়ে পঞ্চম স্থানে শেষ করেন। ২০২৪ প্যারিস ডায়মন্ড লিগে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অলিম্পিকের প্রস্তুতির জন্য টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন।
কয়েকদিন আগেই নতুন রেকর্ড করেন নীরজ। মে-তে দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার মার্ক পেরিয়ে যান ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। জীবনে প্রথমবার। এর আগে তাঁর সেরা ছিল ৮৯.৯৪ মিটার। ২০২২ স্টকহোম ডায়মন্ড লিগে এই নজির গড়েছিলেন তিনি। তবে রেকর্ড করা সত্ত্বেও, দ্বিতীয় হন নীরজ। প্রথম হন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ৯১.০৬ মিটার বর্শা ছোড়েন। সম্প্রতি পোল্যান্ডে একটি টুর্নামেন্টেও জুলিয়ানের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ। ডায়মন্ড লিগ ছাড়াও চেকে গোল্ডেন স্পাইক অ্যাথলেটিক্স মিটে অংশ নেবেন ভারতের জ্যাভলিন তারকা। ২৪ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। তারপর ৫ জুলাই থেকে বেঙ্গালুরুতে হবে নীরজ চোপড়া ক্লাসিক।
