আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জন্য আড়াইদিন খেলা বন্ধ থেকেছে। প্রথম দিন কোনওমতে দুটো সেশন ছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিন একবলও খেলা হয়নি। কিন্তু চতুর্থ দিন খেলা হচ্ছে। বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হওয়ার পর টেস্ট ক্রিকেটে ফোর্থ গিয়ারে ব্যাট শুরু করেছে ভারত। রোহিত থেকে যশস্বী, বিরাট বা রাহুল প্রত্যেকেই ঝড় তুলতে শুরু করেন। রোহিত ও যশস্বী মাত্র তিন ওভারে ৫০ রান করে ফেলেন। টেস্টের ইতিহাসে মাত্র ৩ ওভারে ৫০ করার নজির আর কোনও দলের নেই।
এর আগে টেস্ট ক্রিকেটে ২৬ বলে ৫০ রান করার রেকর্ড ছিল ইংল্যান্ডের। যা টপকে গেল ভারত। এর আগে ২০০৮ সালে চেন্নাইয়ে টেস্টে ভারত ৫.২ ওভারে ৫০ রান তুলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে।
শুধু তাই নয় টেস্টে দ্রুততম দলগত ১০০ রান করার রেকর্ডও এদিন করেছে ভারত। ভারত এদিন মাত্র ১০.১ ওভারে দলগত ১০০ রান করেছে। শুধু তাই নয়, টেস্টে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও কানপুরে গড়েছে ভারত। মাত্র ১৮.২ ওভারে দলগত ১৫০ রান করে ভারত।প্রসঙ্গত, বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ভারত ২৮৫/৯ তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
