আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট কোহলি ফের টেস্টে কামব্যাক করতে পারেন?‌ এমন সম্ভাবনার কথাই বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে গেছে টিম ইন্ডিয়া। খেলবে পাঁচ টেস্টের সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। ক্লার্কের দাবি, সিরিজে ভারত ধরাশায়ী হলেই ফের কোহলিকে ফেরানোর দাবি উঠবে।


এটা ঘটনা ২০০৭ সালের পর ভারত ইংল্যান্ডে আর টেস্ট সিরিজ জিততে পারেনি। ২০১১ সালে ০–৪ হেরেছিল। ২০১৪ সালে ১–৩ ব্যবধানে হার। ঘরের মাঠেও হারতে হয়েছিল ১–৩ ব্যবধানে। তবে ২০২১–২২ সালে সিরিজ ২–২ রেখেছিল ভারত। তখন অধিনায়ক ছিলেন কোহলি। এবার রোহিত ও কোহলি না থাকায় দলটা বেশ অনভিজ্ঞ। ক্লার্কের কথায়, ‘‌আমার বিশ্বাস ভারত যদি ইংল্যান্ডে গিয়ে ধরাশায়ী হয়। এমনকি সিরিজ ০–৫ হারে। তাহলে কিন্তু ভক্তরা বিরাটকে অবসর ভেঙে টেস্টে ফেরার কথা বলবেন।’‌ এরপরই ক্লার্ক জুড়ে দিয়েছেন, ‘‌অধিনায়ক, নির্বাচকরা ও ভক্তরা সবাই যদি বিরাটকে অনুরোধ করেন সেক্ষেত্রে বিরাট অবসর ভেঙে টেস্টে ফিরতেই পারেন। কারণ বিরাট টেস্ট ক্রিকেট ভালবাসে। 


প্রসঙ্গত, ২০১৪ সালের সিরিজে ইংল্যান্ডে বিরাট রান না পেলেও পরের সফরে দুর্দান্ত খেলেছিলেন। ৭০০–র উপর রান করেছিলেন। তবে শেষ পাঁচ বছরে কোহলির টেস্ট রেকর্ড অতটা উজ্জ্বল ছিল না। বর্ডার গাভাসকার ট্রফিতে ছিল মাত্র একটি শতরান। তাই আইপিএলের মাঝপথেই টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন বিরাট।