আজকাল ওয়েবডেস্ক: আলোর উৎসবে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় আলিপুরদুয়ারের ফালাকাটা। গণপিটুনিতে প্রথম অভিযুক্তের মৃত্যুর পর শুক্রবার থেকেই উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতে মৃত শিশুর মায়ের দাবি, ঘটনায় দু'জন জড়িত ছিল। এবার দ্বিতীয় অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব গ্রামবাসীরা। 

 

মৃত শিশুর মা জানিয়েছেন, একজন নয়, ধর্ষণ ও খুন করার সময় দু’জন ছিল। প্রথম অভিযুক্তকে গণপ্রহারের সময় দ্বিতীয় ব্যক্তি নিজের পিঠ বাঁচাতে গণপ্রহারে শামিলও হয়েছিল। তাঁর অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ঘটনা চাউর হতেই জনতা মিছিল করে গিয়ে খগেনহাট-বীরপাড়া রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে দোষীর ফাঁসির দাবিতে সরব হন। 

 

দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। এদিকে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের আধিকারিকরা। শনিবারেও দ্বিতীয় অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের শান্তি - শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আধা সামরিক বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ওই অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।