আজকাল ওয়েবডেস্ক: গুজরাট থেকে 'সিরিয়াল কিলার' রাহুল ওরফে ভোলু করমবীর ঈশ্বর জাটকে নিয়ে এল হাওড়া রেল পুলিশ। রাহুলের বিরুদ্ধে বালির তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়কে খুনের অভিযোগ আছে। বৃহস্পতিবার দুপুরে তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালতের কাছে অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে পেতে আবেদন করবে বলে জানা গিয়েছে। 

গত ১৮ নভেম্বর সোমবার রাতে বিহারের কাটিহার থেকে হাওড়াগামী ট্রেন ধরেন সৌমিত্র। তিনি ট্রেনের বিশেষভাবে সক্ষমদের কামরায় ফিরছিলেন। পরেরদিন মঙ্গলবার কাটিহার এক্সপ্রেস হাওড়ায় ঢুকলে দেখা যায় কামরার বাঙ্কে তাঁর রক্তাক্ত দেহ পড়ে আছে। ঘটনায় সোরগোল পড়ে যায়। মৃতের পরিবার অভিযোগ করে, লুঠপাটে বাধা দেওয়ার জন্য খুন হতে হয়েছে সৌমিত্রকে। তদন্ত শুরু করে রেল পুলিশ। তাদের সহযোগিতা করে রাজ্য সিআইডি। বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। পাওয়া যায় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি। 

তাঁর সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। সিরিয়াল কিলার হিসেবে তাঁকে চিহ্নিত করে পুলিশ। ধৃতের পরিচয় খোঁজ নিয়ে দেখা যায় রাহুল নামে ওই ব্যক্তি গুজরাটের বাসিন্দা। রেল পুলিশ যোগাযোগ করে গুজরাট পুলিশের সঙ্গে। তাঁকে গ্রেপ্তার করে সেই রাজ্যের পুলিশ। এরপর ট্র্যানজিট রিমান্ডে তাঁকে গুজরাট থেকে এরাজ্যে নিয়ে আসা হয়। হেফাজতে পেয়ে রাহুলকে তবলা শিক্ষক খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।