আজকাল ওয়েবডেস্ক: পুজোর কয়েকদিনে শুধুমাত্র শিয়ালদা ডিভিশনে কত যাত্রী লোকাল ট্রেনে চেপেছেন তার হিসেব দিল পূর্ব রেল। শুধুমাত্র শিয়ালদা ডিভিশনে পুজোর পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত চেপেছেন এক লক্ষ যাত্রী। তবে এই হিসেব গোনা হয়েছে সপ্তমী থেকে। মফস্বল থেকে কলকাতায় ঠাকুর দেখতে এলে ভরসা একমাত্র ট্রেনই।
পরিসংখ্যান বলছে, ঠাকুর দেখার ক্ষেত্রে বেশির ভাগ মানুষই নেমেছেন দমদম অথবা বিধাননগরে। যেখান থেকে সহজেই উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার প্যাণ্ডেলে যাওয়া সম্ভব। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এক কোটি মানুষ ট্রেনে চেপেছেন। গত বছর চেপেছিলেন ৯৫.৩৬ লক্ষ যাত্রী। এবার সেই সংখ্যা আরও বেড়েছে। যাত্রীর সংখ্যা বেড়েছে ৫.১৬%। প্রত্যেক দিন গড়ে ২০ লক্ষ যাত্রী শিয়ালদা ডিভিশনে ট্রেনে চেপেছেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের চেয়ে দ্বিগুণ যাত্রী হয়েছে পুজোর কয়েকদিনে।
উল্লেখ্য, পুজোয় ভিড়ের আগাম অনুমান করে আগে থেকেই প্রস্তুতি সেরে রাখা হয়েছিল শিয়ালদা ডিভিশনে। অতিরিক্ত আরপিএফ, পুজো স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত ডিসপ্লে বোর্ড রাখা হয়েছিল শিয়ালদা ডিভিশনে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রত্যেক স্টেশনে রাখা হয়েছিল মেডিক্যাল বুথ। রেলকর্তারা জানাচ্ছেন, প্রচণ্ড ভিড়েও কোনও রকম অসুবিধার মুখে পড়তে হয়নি সাধারণ মানুষকে। নিরাপদেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন আমজনতা। পূর্ব রেলের মতে, সফল ভাবেই পুজোর ভিড় সামলানো গেছে।
