অরিন্দম মুখার্জি : আরজি করের ঘটনায় উত্তাল রাজ্য। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশ এবং দেশের বাইরেও। দোষীদের শাস্তির দাবিতে ব্লকে, জেলায় সভা, অবস্থান করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একই ছবি ফুটে উঠল বিষ্ণুপুরেও।
'আর.জি.কর হাসপাতালের নারকীয় ঘটনার দোষীদের ফাঁসি চাই এবং সিবিআই তদন্ত রবিবারের মধ্যে সম্পূর্ণ তদন্ত করতে হবে', এই দাবিতে বিষ্ণপুর ব্লক তৃণমূল কংগ্ৰেসের ব্যবস্থাপনায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হল বাঁকাদহ বৈতল মোড়ে।
উপস্থিত ছিলেন বিষ্ণপুর বিধায়ক তন্ময় ঘোষ এবং জেলা ও গ্রাম পঞ্চায়েত স্তরের এবং বিভিন্ন ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব ও কর্মীরা। বিধায়ক তন্ময় ঘোষ বলেন, 'আমরা এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে, তাই যত তাড়াতাড়ি সিবিআই দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দিক।'
একই দাবিতে পুরুলিয়া ১ নং ব্লক তৃনমূল কংগ্ৰেসের ব্যবস্থাপনায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হল এদিন মানাড়া অঞ্চলের অন্তর্গত চিতড়া মোড়ে।। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জি, পুরুলিয়া জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তিরাম মাহাতো সহ ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
