আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে চায়ের দোকান থেকে উদ্ধার এক দম্পতির মৃতদেহ। বৃষ্টিমুখর সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন মনোরঞ্জন কর ওরফে পশুপতি বয়স (৪৫) এবং দুর্গা রানী কর বয়স(৪০)। 

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায়। আজ সকাল ৯টা নাগাদ চায়ের দোকানের মধ্য থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা চা খেতে গিয়ে দেখেন দোকান ঘরের দরজার ভেতর থেকে তালা বন্ধ। অনেক ডাকাডাকি করার পরে দরজার ফাঁক দিয়ে তিনি দেখেন বিছানার ওপরে মনোরঞ্জন কর অচৈতন্য অবস্থায় আছেন এবং তাঁর স্ত্রী দুর্গা চায়ের দোকানের মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে আছেন।

 

তখনই স্থানীয় বাসিন্দারা থানার পুলিশকে ফোন করেন।ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পাথরপ্রতিমা থানার পুলিশ। চায়ের দোকানের দরজা ভেঙে তাঁদেরকে উদ্ধার করে পুলিশ। পুলিশ দম্পতির উদ্ধার করে মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তবে কী কারণেই আত্মঘাতী হলেন দম্পতি, তা তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। এই ঘটনার বিষয়ে পশুপতি করের দাদা মধুসূদন কর বলেন, 'গতকাল ভাইয়ের সাথে আমার বিভিন্ন ঘরোয়া বিষয়ে কথা হয়েছে। কিন্তু বোঝা যায়নি আমার ভাই আত্মহত্যার মতো ঘটনা কেন ঘটাল। ভাইয়ের একটা মাত্র রয়েছে। সে পরিযায়ী শ্রমিকের কাজ করে চেন্নাইয়ে। স্বামী স্ত্রী দুজনে বাড়ির মধ্যে থাকেন, এবং চায়ের দোকান চালিয়ে তাঁদের দুমুঠো ভাতের যোগান দেয়। সকালে তাঁদের দেহ উদ্ধার করে পাথর প্রতিমা থানার পুলিশ। তবে কী কারণে এমন ঘটনা ঘটল এ বিষয়ে পুলিশকে তদন্ত করবে।' এদিকে এলাকাবাসীর ধারণা, প্রচুর টাকা দেনাগ্রস্ত হয়েছিল এই দম্পতি।