আজকাল ওয়েবডেস্ক: কটূক্তির প্রতিবাদের জেরে ক্যানিংয়ে আক্রান্ত দুই তরুণী। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যানিংয়ের কৃষ্ণকালী কলোনি এলাকায়। রাস্তায় দাঁড়িয়ে তিন যুবক পথচলতি দুই তরুণীকে কটূক্তি করে। তাঁদের সঙ্গে খারাপ আচরণও করে। সেই ঘটনার প্রতিবাদ করলে ওই দুই তরুণীকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁদের শ্লীলতাহানি করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ফকির মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে গতকাল রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দুই তরুণী।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। 

 

আক্রান্ত দুই তরুণী জানিয়েছেন, তাঁরা রাত আটটা নাগাদ তম্বুলদহ অঞ্চল মোড় এলাকায় ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় তিনজন ছেলে রাস্তাতে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একটি ছেলে তরুণীদের দেখে কটূক্তি ও বিশ্রী অঙ্গভঙ্গি করতে থাকে। তারই প্রতিবাদ করেছিলেন দুই তরুণী। 

 

প্রতিবাদ করতেই ফকির মোল্লা চড়াও হয় দুই তরুণীর উপর। লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। দুই তরুণীর চিৎকার চেঁচামেচি শুনে, আশেপাশের লোকজন ছুটে আসে। পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর দুই তরুণী ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।