আজকাল ওয়েবডেস্ক: সারারাত মত্ত অবস্থায় লুকোচুরি খেলায় মেতেছিলেন যুগল। ভোররাতে খেলাধুলো করার পর ঘুমাতে গিয়েছিলেন তরুণী। ঘুম ভাঙতেই দেখেন, মেঝেতে পড়ে রয়েছে প্রেমিকের নিথর দেহ। তড়িঘড়ি করে পুলিশে খবর পাঠান। চার বছর পার করেও খুনের রহস্য এখনও ফাঁস হয়নি পুলিশের কাছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল ফ্লোরিডার উইন্টার পার্কে। মৃত যুবকের নাম, জর্জ টরেস জুনিয়র। সারাহ বুন নামের তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল টরেসের। ওইদিন নিজেদের বাড়িতেই মত্ত অবস্থায় লুকোচুরি খেলছিলেন। খেলার পরেরদিনই টরেসের মৃতদেহ দেখতে পান সারাহ।
পুলিশকে সারাহ জানিয়েছিলেন, লুকোচুরি খেলতে খেলতে সুটকেসের মধ্যে টরাসকে পুরেছিলেন তিনি। চেনের এক পাশে তাঁর দুটো আঙুল বেরিয়েছিল। যাতে নিজেই চেন সরিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেন। এরপরই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন সারাহ। তাঁর ধারণা ছিল, টরেস সুটকেস থেকে বেরিয়ে বিছানায় তাঁর পাশেই ঘুমোতে আসবেন। ঘুম ভাঙার পর সারাহ দেখেন জ্ঞান হারিয়ে সুটকেসর মধ্যেই গুটিয়ে আছেন টরেস। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি।
এই ঘটনার তদন্তের মাঝেই পুলিশের কাছে একটি ভিডিও পৌঁছয়। যে ভিডিওটি সারাহ শুট করেছিলেন লুকোচুরি খেলার সময়। ভিডিওটিতে দেখা গিয়েছে, টরেসকে জোরজবরদস্তি সুটকেসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন সারাহ। চেন টানার পরেও টরেস কান্নাকাটি করে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু সারাহ চেঁচিয়ে বলেন, 'এটাই প্রাপ্য তোমার। যেভাবে প্রতারণা করেছ, এটাই উপযুক্ত শাস্তি।' ঘটনার তদন্ত এখনও চলছে। মামলার শুনানি আগামী মাসেই।
